►►►গাজরের মজাদার লাড্ডু রেসিপি || Carrot Laddu Recipe in Bangla||Gajorer Laddu

2020-05-26 12


Welcome to my channel.


☟☟☟☟☟ঘরে গাজরের মজাদার লাড্ডু তৈরির রেসিপি- How to Make Tasty Carrot Laddu at Home?
--------------------------------------------------------------------------------------------------
গাজরকে বলা হয় সুপার ফুড।বিশেষ করে শীতকালীন রোগ থেকে মুক্তি পাওয়ার সব চাইতে ভালো সবজি হচ্ছে এই গাজর।
গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে সর্দি-ঠাণ্ডা ও কাশি থেকে মুক্তির জন্য আমাদের দেহই কাজ করে থাকে।

গাজর একপ্রকার মূল জাতীয় সবজি। বৈজ্ঞানিক নাম Daucus carota. গাজর গাছ Apiaceae পরিবারভুক্ত।
এর আদি নিবাস দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং ইউরোপ। পৃথীবির প্রায় অর্ধেক গাজরই চীন দেশে উৎপাদিত হয়। নানা প্রকার খাদ্য তৈরিতে গাজর ব্যবহৃত হয়,
বিশেষ করে সালাদে এর ব্যবহার ব্যাপক। একে সাধারণত গৃহের বাগানের সবজি উৎপাদিত করা হয়।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভাল লাগে তাহলে বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করবেন।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Today I will show step by step how to make carrot laddu recipe within short time. It's very tasty and easy to make.

►Ingredients(উপকরণ):
==================
1.Carrot- গাজর
2.Ghee- ঘি
3.Bay Leaf- তেজপাতা
4.Cinnamon- দারুচিনি
5.Sugar- চিনি
6.Salt- লবণ
7.Milk Powder- গুড়ো দুধ
8.Grated Coconut-নারকেলের ঝাঁঝরি